চকরিয়া শেখ রাসেল স্কুলে জাতীয় শোক দিবস পালন

লেখক: চকরিয়া প্রতিনিধি
প্রকাশ: ৭ মাস আগে

আজ সোমবার ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চকরিয়া শেখ রাসেল স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে এ আয়োজন করা হয়।

  1. উপস্থিত ছিলেন শেখ রাসেল স্কুলের প্রধান শিক্ষক আবু সাজ্জাদ মোহাম্মদ নিসাদ, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল মোস্তাকীম মিশুসহ অন্যান্য শিক্ষকগণ। সকালে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধারাবাহিক ভাবে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী ও ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট সেই কালো রাতের লোমহর্ষক কাহিনী তুলে ধরা হয় এবং সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
    অনুষ্ঠান শেষে দোয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনীতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের হাতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ পুরুষ্কার তুলে দেন।