কলেজছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার আত্মহত্যা

লেখক: নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ৮ মাস আগে

নাটোরের গুরুদাসপুরে প্রেম করে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের ( ৪০ ) লাশ উদ্ধার করা হয়েছে । রবিবার ( ১৪ আগস্ট ) সকালে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় । নাটোর থানার ওসি নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন , আজ সকালে শহরের বলারিপাড়া এলাকার ভাড়া বাসা থেকে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে । শিক্ষিকা খাইরুন নাহার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পৌর এলাকার মো . খয়ের উদ্দিনের মেয়ে এবং উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন । মামুন নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে ছাত্র । ফেসবুক মেসেঞ্জারে প্রথমে পরিচয় , তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক । ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয় । তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বর তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন । ১৩ মাসের সম্পর্কে রয়েছে ভালোবাসার গভীরতা । আর এই গভীরতা থেকেই বিয়ে করেন তারা । ছয় মাস আগে বিয়ে করলেও সেটি আত্মগোপনেই ছিল । সপ্তাহখানেক আগে বিয়ের খবরটি ছড়িয়ে পড়ে।
– পিবিএন